বিশেষ প্রতিনিধি।
অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন সরকার। কিন্তু এই আইনটি সাইবার নিরাপত্তা আইন ২০২৩ নামে প্রতিস্থাপিত হবে !
আর সাথে রয়েছে পোড়া গায়ের উপর লবণের ছিটা, আগে ছিল ৫ লক্ষ টাকা জরিমানা এখন হবে 25 লক্ষ টাকা জরিমানা যাহা অসহায় গণমাধ্যম কর্মীদের জন্য দুঃখজনক ! আমরা উক্ত বিষয়টি সরকারকে পুনর বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি!
আপনাদের কাছে হাতজোড় করে বলছি আপনারা এমন কোন আইন তৈয়ার করবেন না যে আইন বাতিলের জন্য আপনারা একদিন আমাদের মত রাজপথে দাঁড়াবেন?
আমরা সরকার ও আইন নেতাদের বিনীতভাবে অনুরোধ করে বলছি আপনারা আকাশের তারার মত ধারা তৈয়ার না করে গণমাধ্যমকে স্বাধীনতা দিন , এই স্বাধীন বাংলাদেশের মানুষ - সরকার ও বিরোধী-দল গুলির ভাল-মন্দ জানতে চায়!!
টেকনাফ থেকে তেতুলিয়ার ৫২ বছরে দুর্নীতির খবরগুলি ছবি সহকারে দেখতে ও জানতে চায় !
, গণমাধ্যম আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগকে মাত্র ৭ দিনের জন্য স্বাধীনতা দিন - ইহাতে উক্ত তিনটি স্তর আপনাদেরকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেবে
(ইনশাআল্লাহ) ইহা ছাড়া পৃথিবীর এমন কোন শক্তি নেই বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করবে কারণ দুর্নীতি এখন ক্যান্সার রোগের মত ছড়িয়ে গেছে।