আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তজুমদ্দিন  বণার্ঢ্য র‍্যালী

মোঃ সোহেল রানা,বিশেষ প্রতিনিধি।

স্বাধীন বাংলাদেশ বির্নিমানে অগ্রগামী ভূমিকা রাখা দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তজুমদ্দিন  বনার্ঢ্য র‍্যালী ও আলোচনা সভা করেছে তজুমদ্দিন উপজেলা  আওয়ামীলীগ।

আজ ২৩জুন বিকালে ৫টায় তজুমদ্দিন উপজেলা চত্বর থেকে একটি বণার্ঢ্য র‍্যালী বের হয়ে দলীয় স্লোগানে স্লোগানে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা অডিটরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

উপস্থিত ছিল, ভোলা ৩, সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান,ভাইস চেয়ারম্যান আমিন মহাজন,চাঁদপুর ইউনিয়ন চেয়ারম্যান শহীদুল্লাহ কিরণ,সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী হাসান মিশু,  শম্ভুপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ রাসেল মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ইশতিয়াক হাসান, ছাত্রলীগের সভাপতি,সাইফুদ্দিন সবুজ,সাধারণ সম্পাদক মোহাম্মদ অপু চৌধুরী।

এ ছাড়া জেলা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *