
আলমগীর হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম,পুলিশ সুপার, ভোলা।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ এর বর্ণাঢ্য র্যালিটি সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়,ভোলা হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অগ্নিকান্ড নিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সম্পর্কে কার্যকর কর্মকৌশল এবং ভূমিকম্প সংঘটিত হলে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ভৌগলিক কারণে ভোলা প্রাকৃতিক দুর্যোগ ঝুকিপূর্ন একটি জেলা। তাই তিনি ভোলার সাধারণ মানুষকে দুর্যোগ প্রশমনে করণীয় সম্পর্কে জানার ও এ সংক্রান্ত কর্মশালায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন, যে কোনো দুর্যোগে জেলা পুলিশ ভোলা জেলার মানুষের নিরাপত্তায় কাজ করতে বদ্ধপরিকর। সেই লক্ষে ভোলা জেলা পুলিশ সদস্যদের দুর্যোগ প্রশমন বিষয়ক কর্মশালায় সম্পৃক্ত করে আগের চেয়ে আরও বেশি সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। তিনি আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ সফল ও স্বার্থক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় জনাব মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলা, জনাব এম. হাবিবুর রহমান, সভাপতি, ভোলা প্রেসক্লাব, জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন