বিশেষ প্রতিনিধি।
সারা বিশ্বের ৫ জন লোক কাবা'শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারতেন। তার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একজন,
আল্লামা সাঈদী সাহেবেরর চট্রগ্রামে প্রথম মাহফিলে প্রথম বছর সুরা ফা'তিহার তাফসির শুনে ৪৬ জন অমুসলিম ইসলাম গ্রহন করেছিলো!
আল্লামা সাঈদী বিশ্বের ৫২টি দেশে কোরআনের তাফসির মাহফিল করেছেন!
আল্লামা সাঈদী ১৯৭৪ সাল থেকে প্রতি বছর পবিত্র হজ্ব পালন করেছেন!
কাবা শরীফের ইমাম যিনি আল্লামা সাঈদীর কপালে চুমু খেয়েছিলেন!
সৌদি বাদশাহর আমন্ত্রনে আল্লামা সাঈদী স্বয়ং কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন!
একবার সৌদিতে সারাবিশ্বের শীর্ষ বাছাই করা এক হাজার আলেমদের নিয়ে যের যবর পেশ ছাড়া কোরআন প্রতিযোগিতা হয়েছিলো,সেখানে আল্লামা সাঈদী সর্বোচ্চ ৯৯ নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন!
আজ কোরআনের পাখি কে সমাধি করা হচ্ছে
আপনি রয়ে যাবেন বিশ্বের কুরআন প্রেমী মানুষদের অন্তরে!
রাব্বে করীম আপনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন ইয়া রব 🤲