
ভোলা প্রতিনিধি।
৬ ফেব্রুয়ারি’২৫ রোজ রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,ভোলা সরকারি কলেজ শাখার উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ❝ ভর্তি সহায়তা ডেস্ক❞ এর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই ভর্তি সহায়তা কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি’২৫ইং পর্যন্ত চলমান থাকবে। যেসকল শিক্ষার্থী ভাই ও বোনেরা অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে চান, সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর “ভর্তি সহায়তা ডেস্ক”-এ স্বাগতম।
ভর্তি সহায়তায় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান, সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান এবং ভোলা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান, দাওয়া সম্পাদক মুহাম্মদ জোবায়ের আহমেদ,অর্থ সম্পাদক মুহাম্মদ সোহেল সহ কলেজ শাখার প্রমূখ নেতৃবৃন্দ।