মোঃ ফরিদ উদ্দিন,আজকের দেশবাণী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারে মঙ্গলবার রংপুর সফর করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সৈয়দপুর পৌঁছান শেখ হাসিনা।সৈয়দপুর হতে তারাগঞ্জ পর্যন্ত কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
মধ্যাহ্ন ভোজের পর পীরগঞ্জের জনসভায় বক্তব্য রাখেন তিনি।উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে রংপুর-৬ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীসহ আ.লীগের মনোনীত প্রার্থীদের পক্ষে নৌকা মার্কায় ভোট চান শেখ হাসিনা।
বিএনপির আগুন সন্ত্রাসের সমালোচনা করে তাদের প্রতিহতের আহ্বান জানান প্রধানমন্ত্রী।