
মোঃ ফরিদ উদ্দিন মাষ্টার,আজকের দেশবাণী।
সারাদেশের ন্যায় চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন ” এ.কে.এম কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে ছাত্র-ছাত্রীদের মাঝে ২০২৪ ইং সালের নতুন বই বিতরণ করা হয়েছে।নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উল্লাস দেখা যায়,দারুন খুশি হয় তারা।
সোমবার (১জানুয়ারী) সকাল ১০ টার দিকে ওই বিদ্যালয়ের ক্লাস রুমে আনুষ্ঠানিকভাবে এ বই উৎসব উদ্বোধন করা হয়।
এসময় এ.কে.এম কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের পরিচালক মোঃ ফরিদ উদ্দিন মাষ্টার বর্ষীয়ান রাজনীতিবিদ,সমাজসেবক মোঃ আবুল কাশেম মিয়া,শিক্ষক শিক্ষিকা অভিভবক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্কুলের পরিচালক,দক্ষিণ আইচা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন মাষ্টার বক্তব্যে সকলকে নববর্ষ-২০২৪ ইং এর শুভোচ্ছা জানিয়ে বলেন, নতুন বই নতুন বছরে নতুন আনন্দে তোমরা ভালো ভাবে পড়া শুরু করবে বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে পড়ে শেষ করবে তবেই সফলতা অর্জন করতে পারবে। এবং তোমাদের পরিচিত যারা স্কুলে না আশে তাদের বলবে স্কুলে আসতে।অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর অক্লান্ত পরিশ্রমে গত বর্ষে কোমলমতি শিশুদের মেধা বিকাশে সুশৃঙ্খল জীবন গড়ার প্রত্যাশায় পরিপূ্র্ণ শিক্ষা বিস্তারে নিরলসভাবে শ্রমে সফলতার দাবিদার।