
দেলোয়ার হোছাইন, কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকা থেকে অস্ত্র, গুলি ও মাদকসহ নাফিস ইকবাল (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১৫।
আটক নাফিস ইকবাল কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ পাড়ার মো. সিরাজুল ইসলামের ছেলে।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন। তিনি জানান, শনিবার গভীর রাতে লাইট হাউজ এলাকায় অভিযানে যায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নাফিস ইকবালকে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে একটি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৩ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক নাফিসকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।