
বিশেষ প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারালো ভোলার মনপুরা উপজেলার ৩ মৎস্য ব্যবসায়ী। এই দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার সহ মোট ৪ জন নিহত হয়। নিহত ৪ জনের মধ্যে তিনজনের বাড়ি ভোলার মনপুরা উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে বলে জানিয়েছেন আহতরা।
মঙ্গলবার( ১২ই মার্চ) ভোর রাত ৫ টায় মাছ বিক্রি করার উদ্দেশ্যে মনপুরা থেকে নোয়াখালী হয়ে ঢাকা যাওয়ার পথে কুমিল্লা চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ সিএনজি পাম্প এর পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকে পিছন থেকে ধাক্কা দিয়ে মাছ বুঝাই ট্র্যাকটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতারা হলেন ভোলার মনপুরার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোঃ মনির হোসেন (২৬)একই এলাকার ৬ নং ওয়ার্ডের মোঃ সুমন (৩০) এবং আক্তার হোসেন (৩২)ও সাতক্ষীরা সদর থানার বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম (২৩)
বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ের থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম তিনি বলেন ঘটনাস্থলে চারজন নিহত হন ও তিনজন আহত হন। আহতদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কম