ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল অধ্যায়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সচেষ্ট থাকতে হবে,ছাত্রছাত্রীদের ক্রীড়ার প্রতি

ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল অধ্যায়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সচেষ্ট থাকতে হবে,ছাত্রছাত্রীদের ক্রীড়ার প্রতি

মোঃ ফরিদ উদ্দিন,প্রতিনিধি।

ভোলা জেলা’র চরফ্যাশন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনে ষুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান বুধবার চরফ্যাশন পৌরভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন ও মনপুরার মাটি ও মানুষের নেতা আলহাজ্ব আব্দুল্লাহ আল-ইসলাম জ্যাকব-এমপি,মাননীয় সভাপতি,যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।তিনি তাঁর বক্তব্যে বলেন,অধ্যবসায়ের পাশাপাশি ছাত্রছাত্রীদের মননশীলতায় সুন্দর মনের অধিকারী হিসেবে গড়ে তোলাই আমাদের প্রচষ্টা।ছাত্রছাত্রীদের নৈতিক অবক্ষয়ের করালগ্রাস থেকে তাদের রক্ষা করতে হবে।তিনি তাঁর শৈশবের স্মৃতিচারণ করে বলেন, আমরা যে গোল্লাছুট খেলতাম তা এখন হারিয়ে গেছে অনেকে এ খেলার নাম ও জানেনা।তিনি আরও বলেন,চরফ্যাশন শেখ রাসেল শিশু বিনোদন পার্কের আধুনিকায়নের প্রেক্ষিতে ১৭ কোটি ১২ লক্ষ টাকার বরাদ্ধ করা হয়েছে।এর পরে তিনি চরফ্যাশনের ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌরঃ মেয়র এম.মোর্শেদ,আবুল হাসেম মহাজন,চেয়ারম্যান চর কুকরী মুকরী ইউনিয়ন,অধ্যক্ষ আবুল হোসেন,ফাতেমা মতিন কলেজ,জয়নাল আবেদিন আখন,উপজেলা চেয়ারম্যান,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা,সাংবাদিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *