স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করে গজারিয়া উপজেলা আওয়ামী লীগ।
মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে সোমবার বিকেল চার ঘটিকার সময় গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ নেতা কর্মীরা।মহাসড়ক ঘুরে মোহাম্মদ আলী প্লাজার সামনে অবস্থা করে নেতাকর্মীরা বক্তব্য রাখে।
সে সময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আমিরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুনসুর আহম্মেদ খান জিন্নাহ ,জেলা যুবলীগের সভাপতি শাহজাহান খান,সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা হাফিজ খান, সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগ নেতা আশ্রাফুল আলম জয়, সাবেক জোলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক আবু কাশেম প্রধান,হোসেন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন মন্টু,টেংগারচর ইউনিয়ন আওয়ামী লীগের বোরহান ভূঁইয়া,বালুকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধান,ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন,থানা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান,যুবলীগ নেতা আবুল বাশার,সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা জানান,অনতিবিলম্বে হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপি'র আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।