গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের ক্ষতিপূরণসহ পাঁচ দফা দাবিতে ভোলায় গন‌অধিকার পরিষদের বিক্ষোভ

গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের ক্ষতিপূরণসহ পাঁচ দফা দাবিতে ভোলায় গন‌অধিকার পরিষদের বিক্ষোভ


বিশেষ প্রতিনিধি।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের ক্ষতিপূরণ, গণহত্যার বিচার সহ সামগ্রিক প্রেক্ষাপটে পাঁচ দফা দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছেন গণধিকার পরিষদ ভোলা জেলা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় ভোলা প্রেসক্লাব এর সামনে এই বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে গনঅধিকার পরিষদের নেতৃবৃন্দ তাদের কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন।

সমাবেশের বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহ-সভাপতি ফখরুল ইসলাম, ভোলা জেলা গনঅধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক অন্তর হাওলাদার, ভোলা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি গাজী মোহাম্মদ ইমরান, ভোলা সদর উপজেলা গণ‌অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ ইসমাইল, চরফ্যাশন উপজেলা গণধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ শফি, ভোলা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শরিফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক আরিয়ান আরমান, যুব অধিকার পরিষদ দৌলতখান উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আরিফ, ভোলা পৌর ছাত্র অধিকার পরিষদের সভাপতি তানজিল শরীফ, ভোলা গনঅধিকার পরিষদের আহ্বায়ক হাছান মাহমুদ, সাবেক সদস্য সচিব মোঃ ফিরোজ সহ গণধিকার পরিষদ ভোলার সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ।

তাদের পাঁচ দফা দাবিগুলো হলো, ১.জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক মাস্টারমাইন্ড শেখ হাসিনার সহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করা।
২. জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের সঠিক তালিকা তৈরি করে ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পূর্ণবাসনের ব্যবস্থা করা।
৩. গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য মতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিন্তে গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পূর্ণ গঠন ও নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা।
৪. ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের নামে লুটপাট অর্থ পাচার এর সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করে সম্পদ বাজেয়াপ্ত করা।
৫. বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে গুম খুন ২০১৪ও ২০১৮ এবং ২০২৪ এর ভুয়া নির্বাচনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *