
স্টাফ রিপোর্টারঃ
জাতিসংঘ সদর দপ্তর প্রাঙ্গনে শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতাকালে দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম বলেন। শেখ হাসিনার হাতে বিএনপিসহ বিরোধী দলের হাজার হাজার মজলুম নিরীহ নিরাপরাধ মানুষের রক্তের দাগ লেগে আছে।সমগ্র বাংলাদেশে আজ মানুষ গুম ও খুনের অভয় অরন্যে পরিনত হয়েছে।হত্যা,ধর্ষন,লুটপাট দুর্নীতির মহোৎসব চলছে।হাসিনার অবৈধ সরকার আপ টু বোটম দুর্নীতি গ্রস্থ।এই শ্রমিক নেতা আরো বলেন,বাংলাদেশের মানুষের জীবনের কোন মুল্য নেই।নেই ভোটের অধিকার।এখন দিনের ভোট হয় রাতে।গনতন্ত্র তো বহু আগেই যাদুঘরে পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেন,তবাৎ দুনিয়া জানেন হাসিনা এখন বিশ্বের নাম্বার ওয়ান নিকৃষ্ট স্বৈরচার।তার মিথ্যা ও ভুয়া উন্নয়ন গল্প এখন আর মানুষ খায় না।যে কারনে প্রতিহিংসাপরায়ণ হয়ে হাসিনা প্রতিশোধ নিচ্ছেন জনগনের উপর।
মিঃআলম দেশনেত্রী গনতন্ত্র মাতা বেগম খালেদার মুক্তির দাবী জানিয়ে হুঁশিয়ারি উচ্চরন করে বলেন, আর কালক্ষেপন না করে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া মুক্তি দিন,নইলে যুক্তরাষ্ট্র থেকেই হাসিনা তোমার অবৈধ সরকারের পতন শুরু করবো ইনশাআল্লাহ।দেশনায়ক তারেক রহমানকে ভাবী প্রধানমন্ত্রী উল্লেখ করে যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি বলেন,জনাব তারেক রহমান যে,আগামী দিনের প্রধানমন্ত্রী তিনি হবেন,তা দেশের ১৮ কোটি জনগন নির্ধারন করে রেখেছেন।
গতকাল যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইয়র্ক ষ্টেট উত্তর ও দক্ষিন এবং শ্রমিক দল নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের মিড নাইট সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারন পরিষদে যোগদানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এছাড়াও যুক্তরাষ্ট্র জুড়ে চলছে যেখানেই খুনি হাসিনা সেখানেই প্রতিরোধ।এ উপলক্ষ্যে আজ শুক্রবার জাতিসংঘের সদর দপ্তর প্রাঙ্গনে এক বিশাল বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ব্যানার ,পোষ্টার ,প্লাকার্ড ও কালো পতাকা নিয়ে যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী শ্রমিক দল অংশ নেন।এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ,সহ সভাপতি হুমায়ুন কবির,মোস্তাক আহম্মেদ,সিঃযুগ্ম সাঃসম্পাদক মোফাজ্জল হোসেন ভুঁইয়া,সহঃসাধারন সম্পাদক রুহুল আমিন,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম,সদস্য মিন্টু চেয়ারম্যান,সফিকুর তপু,সালামত জং,মোঃনাসির,আলতাফ মাহমুদ,ফয়সাল হোসেন,আকন্দ কমিশনার,রুবি চৌধুরি,রিপন,ইয়াকুব আলী,আলম মন্ডল,মোঃ আলম ও মুক্তা বেগম প্রমুখ।
গতকাল জাতিসংঘ সদর দপ্তর প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশে