ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে ভোলার ইটভাটা গুলোতে শত কোটি টাকার ক্ষতি

ভোলা প্রতিনিধি।


ঘূর্ণিঝড় মিধিলি’র তান্ডবে ভোলা সদর উপজেলার ” এ্যাডভান্স অটো ব্রিকস ” ইট ভাটার শেড বিধ্বস্ত হয়ে সম্পূর্ণরূপে পড়ে গেছে। এতে করে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তাছাড়া ভোলা সদর উপজেলার সোনালী ব্রিকস, ,মায়ের দোয়া ব্রিকস,রূপালী ব্রিকস , মেঘনা ব্রিকস, একতা ব্রিকসের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে । ভোলা জেলায় ১০২ ইটভাটার মধ্যে চলমান ৭০ ইটভাটার ক্ষতি শতকোটি টাকা বলে জানান ইটভাটা সমিতির নেতারা।
এ্যাডভান্স অটো ব্রিকসের ইটভাটায় সরেজমিনে গিয়ে দেখা যায় ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরো ইটভাঁটাটি বিধ্বস্ত অবস্থায় রয়েছে । পুরো শেডটি মাটিতে পরে রয়েছে। এর কারনে ইট উৎপাদন ১ দিন বন্ধ ছিল ।
এ্যাডভান্স অটো ব্রিকস এর পরিচালক মাহমুদ হোসেন সুমন বলেন বড় আকারের শেডটি ঘূর্ণিঝড়ের প্রভাবে বিধ্বস্ত হওয়ার কারণে আমাদের ১ কোটি টাকার ক্ষতি হয়েছে । পড়ে যাওয়া শেডের নিচে থাকা অন্যান্য মালামাল ও নষ্ট হয়ে গিয়েছে। কারখানায় উৎপাদন বন্ধ থাকার কারণে শ্রমিকরা ১ দিন কর্মহীন ছিল ।রুপালি ব্রিকসের স্বত্বাধিকারী নুরুল ইসলাম মিয়া বলেন, আমাদের ইটভাটায় দুই শতাধিক শ্রমিক কাজ করতো। সরকারের কাছে আমাদের দাবি র্আথিক ক্ষতি পোষানোর জন্য অনুদান দেয়া হোক এবং ব্যাংক ঋণ এর সুদ মওকুফ করা হোক। পাশাপাশি ভ্যাটের হার কমানো হলে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কিছুটা সহযোগিতা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *