চব্বিশ দেশের সেনাকর্মকর্তারা শুনলেন বাংলাদেশে আটকেপড়া রোহিঙ্গাদের কথা

চব্বিশ দেশের সেনাকর্মকর্তারা শুনলেন বাংলাদেশে আটকেপড়া রোহিঙ্গাদের কথা

মোঃ ফরিদ উদ্দিন, আজকের দেশবাণী।

কক্সবাজারে ২৪ টি দেশের উচ্চপদস্থ সেনাকর্মকর্তাদের অংশগ্রহণে ইন্দোপ্যাসিফিক আর্মিজ ম্যানেজম্যান্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলে এই সেমিনারের আয়োজন করা হয়।এতে কয়েকটি দেশের সেনা প্রধানসহ ২৪ টি দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সেনা বাহিনীর এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক যৌথ আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।এতে কয়েকটি দেশের সেনাপ্রধানসহ চব্বিশটি দেশের উচ্চপদস্থ সেনাকর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক যৌথ আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের সেনা প্রধান জনাব,এ এস এম শফিউদ্দিন আহমেদ বক্তব্য দেন।

সেমিনারে শেষে দুপুরে সেনা কর্মকর্তারা উখিয়ার কুতুপালং ৪ নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।সেখানে তারা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুঃখ, দুর্দশা ও মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের কথা শুনেন।

ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের প্রতিনিধিদের সাথে কথা বলেন,সেনাকর্তারা।রোহিঙ্গারা সেনা কর্মকর্তাদের সাথে মিয়ানমারের জান্তা সরকারের অত্যাচার নির্যাতনের বর্ননার পাশাপাশি নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করেন।

সেখানে উপস্থিত ১১ নং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোঃ ওসমান বলেন,আমরা তৃতীয় কোন দেশ নয়,আমরা নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চাই।সেনা কর্মকর্তাদের আমরা জানিয়েছি আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপে নিজের দেশে ফেরত যেতে চাই,
প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করা হোক।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,ইন্দো-প্যাসিফিক আর্মিজ ম্যানেজম্যান্ট শান্তি শৃঙ্খলায় জোর দেওয়ার কথা।এই অনুষ্ঠানে এ অঞ্চলের শান্তি শৃঙ্খলা স্থাপনের বিভিন্ন বিষয়ে বক্তব্য আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *