মোঃ ফরিদ উদ্দিন মাষ্টার,আজকের দেশবাণী।
বাংলাদেশের ইতিহাস বলে-দাবি হলো অধিকার, " চরফ্যাশনকে জেলা,দক্ষিণ আইচাকে উপজেলা চাই " অবস্থান থেকে উন্নতিতে রুপান্তরিত করার জন্য প্রয়োজন,আয়তন,জনসংখ্যা এবং অর্থনৈতিক অবস্থান।এ সকল দৃষ্টিকোণ থেকে চরফ্যাশন জেলা এবং দক্ষিণ আইচা উপজেলা হওয়ার দাবিদার।
ভোলা জেলার একটি বড় উপজেলা ও বড় শহর চরফ্যাশন।এ উপজেলাটি বাংলাদেশের ১৮ টি জেলার চাইতে আয়তনে বড়।এ উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য চর,রয়েছে পর্যটন শিল্পের নানা উপকরণ। প্রকৃতি প্রেমিদের কাছে চরফ্যাশন হয়ে উঠতে পারে চমকপ্রদ ও আকর্ষনীয়।
এখানকার জীববৈচিত্র্য ও দৃষ্টি নন্দন প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের নজর কাড়ে সহজেই।এ উপজেলা কেবল প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে গুরুত্বপূর্ণ নয়,এটি একটি পরিকল্পিত নগরীর ও উদাহরণ।
এই দাবি চরফ্যাশনের বৃহৎ স্বার্থের,অর্থনৈতিক,মানবতার,সাংস্কৃতিক,সামাজিক সুদৃঢ় ভিত্তি প্রতিষ্ঠিত করতে সকলের সমর্থন আছে।চরফ্যাশনকে জেলা ও দক্ষিণ আইচাকে উপজেলা বাস্তবায়নে চরফ্যাশনবাসীর দৃঢ় বিশ্বাস চরফ্যাশন জেলা হবেই হবে ইনশাআল্লাহ।ক্ষণগণনা একটি শুভ সকালের।