এইচ এম নোমান,চরফ্যাসন প্রতিনিধি।
ভোলা চরফ্যাসন উপজেলা শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আবুল হাসেম সরদার বাড়ির দিনমজুর আঃ রহমানের মাদ্রাসা পড়–য়া ছেলে আঃ রাজ্জাক(১৪) জম্মের তিন বছর পর থেকে ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘ প্রায় ১০ বছর পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার জীবন মরণ এখন সন্ধিক্ষণে।
ক্যান্সার আক্রান্ত আঃ রাজ্জাকের পিতা আঃ রহমান জানান, দীর্ঘদিন চিকিৎসা চলমান থাকার কারণে আমার অর্থ-সম্পদ সহ শেষ সম্বল বাড়ি টুকু বিক্রি করে আমার একমাত্র ছেলের চিকিৎসা চালিয়েছি। এখন সবকিছু হারিয়ে পথে বসেছি। বর্তমানে সংসার ও ছেলের চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে, প্রতি মাসে ছেলেকে ডাক্তার দেখাতে হয়। অনেক ব্যয়বহুল খরচ হওয়ার কারণে এখন চিকিৎসা করাতে পারছিনা তাই দেশ ও প্রবাসী ভাই বোনদের প্রতি আকুল আবেদন আমার ছেলেকে বাঁচাতে দয়া করে সকলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন।
বিকাশনং 01304080553