চরমানিকায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের শোভাযাত্রা

চরফ্যাশন প্রতিনিধি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ না হতেই উপজেলার চরমানিকা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এতে এই উপ-নির্বাচন নিয়ে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের মাঝে।

বুধবার সন্ধ্যায় স্থানীয় চরমানিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রুহুল আমিন দালালের পক্ষে তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেন তার কর্মী ও সমর্থকরা।

এসময় পরিচিতি ও চরমানিকাবাসীকে প্রার্থিতার বার্তা জানান দিতেই মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে রুহুল আমিন দালাল বক্তব্যতে বলেন, অনেক আগ থেকেই চরমানিকা ইউনিয়ন বাসীর সুখে দুখে পাশে ছিলাম, এবং ভবিষ্যতেও থাকবো। তিনি আরো বলেন, আসন্ন চরমানিকা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে মানুষের সেবা করার জন্যই চেয়ারম্যান পদে নির্বাচন করতে গণসংযোগ করেছি। আমার প্রতি জনপ্রিয়তার বিবেচনায় ও সকলের সমর্থন কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *