বাবলু তন্তবায়, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
প্রাথমিক পদযাত্রা মনোনয়ন বিকাশের মাধ্যমে অনেকটি এগিয়ে গেছে " চা শ্রমিকদের সেবক" সংগঠনটি। এটি প্রাথমিক যাত্রা থেকে পর্যায়ক্রমে প্রতি মাসেই সংগঠনটি একের পর এক সামাজিক কাজ করে মানুষের মুখে হাসি ফোঁটানোর চেষ্টা করে যাচ্ছে।
২৭ ফেব্রুয়ারী রোজ সোমবার (আজ) সকাল ১১ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট চা বাগানে নবনির্মিত কালীঘাট উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের সেবক এর পক্ষ থেকে ৩২ তম উপহার স্বরুপ একটি বুকসেল্প (আলমারি) প্রদান করেছেন বলে জানিয়েছেন ৷
উল্লেখ্য গত ২২ জানুয়ারী রবিবার চুনারুঘাট উপজেলার লস্করপুর চা বাগানের নবনির্মিত লস্করপুর উচ্চ বিদ্যালয়ে একটি সিলিং ফ্যান এবং ওয়াল ঘড়ি প্রদান করেছেন, গত ১১ই ডিসেম্বর ২০২২ এবং ১৭ই জানুয়ারী ২০২৩ ইং শ্রীমঙ্গল এবং সিলেটের কিছু চা বাগানের অসহায শীতার্ত চা শ্রমিকদের মাঝে উষ্ণতার পরশ বুলিয়ে দিতে শীতবস্ত্র বিতরণ করেছন সংগঠনের সদস্যরা।
কালীঘাট চা বাগান উচ্চ বিদ্যালয়ে বুকসেল্প (আলমারি) বিতরনের সময় উপস্থিত ছিলেন কালীঘাট চা বাগানের ইউপি ওয়ার্ড সদস্য -বাবু রন্জিৎ কালোয়ার, চা শ্রমিকদের সেবকের কেন্দ্রীয় কমিটি কার্যকরী সদস্য - বিষ্ণু হাজরা রাজু, বালিশিরা ভ্যালি পরিচালক - রুপম তাঁতী, সংগঠনের কার্যকরী সদস্য - শান্ত মৃর্ধা, সহ স্কুলের সকল শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা।
চা শ্রমিকদের সেবক সংগঠনের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে ইউপি ওয়ার্ড সদস্য বাবু রন্জিৎ কালোয়ার বলেন " চা শ্রমিকদের সেবক এর সচেতন যুবক ভাইদের সহযোগিতা ও কার্যক্রম এ প্রতিটা চা বাগানে অসহায় চা শ্রমিকদের সহযোগিতা করা সম্ভব এছাড়া উনি প্রতিটি বাগান থেকে যুব সমাজ কে উক্ত সংগঠনের সাথে দলবন্ধ হয়ে নিজেদের মাসিক ১ দিনের হাজিরা চাঁদা দিয়ে চা শ্রমিকদের উন্নয়নে কাজ করতে এগিয়ে আসতে আহ্বান জানান।
বিদ্যালয় গড়ে তুলা সহজ বিষয় কিন্তু এর রক্ষণাবেক্ষণ অত্যন্ত কঠিন। সকলের সহযোগিতা পেলে আমরা খুব তাড়াতাড়ি স্কুলকে নতুনভাবে সাজিয়ে তুলতে সক্ষম হবো এবং এখান থেকেই সুশিক্ষিত সমাজ গড়ে তুলতে পারবো বলে আশা করি।,,
সংগঠনের কার্যকরী সদস্য বাবু বিষ্ণু হাজরা রাজু বলেন:
"চা শ্রমিকদের সেবক" মূলত একটি অলাভজনক এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সংগঠনে যুক্ত প্রত্যেক সদস্যদের কাছ থেকে তাদের প্রতি মাসে আয়ের উৎস থেকে মাত্র এক দিনের মজুরির টাকা প্রদানের মাধ্যমে অসহায় চা শ্রমিকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমাদের লক্ষ্য হচ্ছে, শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরন বিতরন,গৃহহীনদের গৃহ নির্মান ও সংস্কার করা, চিৎকিসার জন্য আর্থিক সহায়তা প্রদান, প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সহায়তা, বৃদ্ধ নারী-পুরুষদের ও প্রতিবন্ধীদের সহায়তা প্রদান, বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আত্মা কর্মসংস্থানমুলক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করা।