হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
প্রতিবছরের মতো এবারও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গিলানী চা বাগানে বাবলু তন্তবায় দীপুর বাড়িতে শ্রীশ্রী শিবরাত্রি ব্রত উৎসব আয়োজন করা হয়েছে।
শনিবার (১৮ই ফেব্রুয়ারী ) গিলানী চা বাগান হাসপাতাল লাইন যুব সংঘের উদ্যোগ মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হযেছে।
উক্ত অনুষ্ঠানটি আজ সারাদিন ব্রত উপবাসের মাধ্যমে আজ রাত ৯টার সময় মহাদেব বাবার পুজা আরম্ভ হবে। সাড়ে ১০টার সময় পুষ্পাঞ্জলি অর্পণ এবং রাত ১টার সময় চতুর্থ প্রহরের দুধ দধি ঘৃত মধু দ্বারা বাবার স্নান নিবেদন করা হবে বলে জানা গেছে ও নীলা কৃর্তন হবে বলে জানা গেছে। নীলা কৃর্তনে পরিচালনা করবে ব্রজগোপাল সম্প্রদায়ের পরিচালক তপু চন্দ্র চৌহান এবং পৌরহিত করবেন অত্র উপজেলার শাকির মোহাম্মদ থেকে আগত অর্জুন আচার্য। আগামীকাল রবিবার (১৯শে ফেব্রুয়ারী) সকাল ১০টা ৩০মিনিটের মধ্যে শ্রীশ্রী শিবরাত্রি ব্রতের পারন ও পাচালি পাঠ। উক্ত পাচালি পাঠ করবেন সাংবাদিক বাবলু তন্তবায় দীপু। দুপুর ১২ ঘটিকায় বাল্যভোগ নিবেদন, বিকাল ৩ ঘটিকায় মহা প্রসাদ বিতরণ, বিকাল চার ঘটিকায় হরিনাম সংকীর্তন, নাম সুধা বিতরণে ব্রজ গোপাল সম্প্রদায়ে গিলানী চা বাগান। সন্ধা ৭ ঘটিকায় সন্ধা আরতী, আরতী প্রতিযোগিতা, পুরুষ্কার বিতরণ, রাত ১০ ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরিসমাপ্তি।
ভক্তবিন্দুদের দের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবে গিলানী চা বাগানের সহকারী ম্যানেজার হিমালয় সাহা, সহকারী টিলা ক্লার্ক অনিল কুমার সিংহা, হাজিরা ক্লার্ক সৃজল চন্দ্র দত্ত, ডাঃ অলকা রানী রায়, ডাঃ প্রদীপ বুনার্জী, মেম্বার স্বরূপ বুনার্জী, বাগান সভাপতি অমল ভৌমিক, সাধারণ সম্পাদক অমৃত তাঁতী, ও চা শ্রমিক কর্মকর্তা ও কর্মচারী, যুবক যুবতি ময়মুরুব্বি সহ আরো অনেকেই।
অত্র চা বাগানের অফিস চৌকিদার বিদেশ তন্তবায় বলেন, আমরা প্রতি বছরের মতো এবারো সার্বজনীন ভাবে অনুষ্ঠান আয়োজন করে থাকি। আমরা বাগানের সবাই মিলে শান্তি কামনা ও মঙ্গলের জন্য ব্রত অনুষ্ঠান করে থাকি।
দেউন্দি চা বাগানের গোদাম বাবু বিনেশ তন্তবায় বলেন, সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি একটি বিশেষ অনুষ্ঠান। পঞ্জিকা অনুযায়ী বাংলা সনের ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে এ অনুষ্ঠান করা হয়ে থাকে। আমাদের প্রার্থনা এবং ধর্মীয় কাজগুলো যেন সুষ্ঠুভাবে পালন করতে পারি।
উক্ত অনুষ্ঠানটি সনাতন ধর্মাবলম্বীদের একটি সাবলম্বী অনুষ্ঠান যা দূষ্টদের দমন এবং সৃষ্টের পালনের জন্য মঙ্গল কামনায় শত শত নারী পুরুষ ব্রত উপবাস করে পুষ্পাঞ্জলী নিবেদন করে থাকে। ভক্তবিন্দুরা উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তুলেবে বলে মনে করছেন পুজা কমিটিরা।