মোঃ ফরিদুল ইসলাম,বিশেষ প্রতিনিধি।
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন ৯নং চরমানিকা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী ৯নং চরমানিকা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার,ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের ৯নং চরমানিকা ইউনিয়ন শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক,বিশিষ্ট সমাজসেবক মোঃ রুহুল আমিন।
মোঃ রুহুল আমিন আজকের দেশবাণীকে বলেন,৯নং চরমানিকা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নির্বাচিত হয়ে সুখে,দুঃখে ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই।আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করলে,আমি সর্বস্তরের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাব।
তিনি আরও বলেন,৯নং চরমানিকা ইউনিয়ন বাসীকে পরিচ্ছন্ন,মাদকমুক্ত,শিক্ষাবান্ধব উন্নত নাগরিক সুবিধা প্রদানের নিশ্চিয়তার লক্ষ্যে আমি কাজ করে যাব, ইনশাআল্লাহ।
এলাকার জনগণের সাথে আলোচনা করে জানা যায়, ৯ই মার্চ,২০২৪ ইং ৯নং চরমানিকা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুহুল আমিন এর পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।ইউনিয়ন বাসীর কাছে তিনি এখন আশাভরসা।
প্রতিদিন গণসংযোগ,মতবিনিময়,পথসভায় স্বতঃস্ফূর্ত উপস্থিতি দলমত নির্বিশেষে সর্বশ্রেনী পেশার মানুষ মোঃ রুহুল আমিন এর পক্ষে একাত্বতা প্রকাশ করছে।দাম্ভিক কোন গোষ্ঠীর কাছে নয়,সহজ সরল প্রার্থীর পক্ষে স্বতঃস্ফূর্ত একাত্ব হচ্ছে জনতা।ভোটের আগাম হাওয়ায় উৎসবমুখর পরিবেশে চলছে তাঁর শৃঙ্খলাবৃত গণসংযোগ।
মোঃ রুহুল আমিন সর্বশ্রেণী পেশার মানুষের অনুভূতির জাগরণে প্রিয় ব্যাক্তিতে পরিনত হয়ে তাদের অন্তরের মনিকোঠায় স্থান করে নিয়েছে।জানা গেছে রুহুল আমিন এর আকুতি মাখা আবেগঘন কথাগুলো ভোটারদের আকৃষ্ট করেছে।সাধারণ মানুষের মনজয় করতে সক্ষম হন তিনি।জনতার এই ভালবাসা ও অকুন্ঠ সমর্থনের বাস্তব প্রমান হবে ৯ ই মার্চ।
দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ,মতবিনিময়,পথসভাগুলোতে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুহুল আমিন বলেছেন,আমি সর্বস্তরের জনগণের প্রার্থী।আমি সবার জন্য কাজ করব,গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ৯ই মার্চ আপনাদের মূল্যবান ভোট আমি প্রত্যাশা করছি।