মোঃ ফরিদ উদ্দিন, ভ্র্যাম্যমান প্রতিনিধি।
ভোলা জেলা'র চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন১২ নং চর-কুকরি মুকরি ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা উপকারভোগী জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করেন,অত্র ইউনিয়নের মা,মাটি ও মানুষের আস্থাভাজন আশ্রয়স্থল,মানবিক চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব আবুল হাসেম মহাজন।
" মা " ইলিশ রক্ষার পর জাটকা রক্ষার প্রেক্ষিতে শুরু হয়েছে কর্মসুচী।১০ ইঞ্চির নিচে জাটকা শিকার নিষিদ্ধ।
মার্চ থেকে জুন পর্যন্ত দেশের নদী ও সাগরে জাল ফেলা সম্পুর্ন নিষিদ্ধ থাকবে।ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে মৎস অধিদপ্তর জানিয়েছে।
বরিশাল জেলা মৎস অধিদপ্তর জানায়,ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য মা ইলিশ রক্ষার উদ্যোগ নেয়া হয়েছিল।জাটকা রক্ষা করতে না পারলে ইলিশের উৎপাদন বাড়বে না।
এজন্য জাটকা রক্ষা কর্মসুচী হাতে নেওয়া হয়েছে।এদায়িত্ব মা ইলিশ রক্ষা টাস্কফোর্স পালন করবে।মৎস অধিদপ্তর জানান,যদি জাটকা নিধন বন্ধ করা না যায় তাহলে লক্ষ্যমাত্রা অনুযায়ী পরিনত ইলিশ আহরণ সম্ভব হবেনা।