জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলা পলিটেকনিকে পৃথক পৃথক কর্মসূচি

ফয়জুল্লাহ স্বাধীন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে নানা কর্মসূচি পালন করা হয়েছে। সকালে “আয়োজনে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট” ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে রেলি বের করে বোরহানউদ্দিন উপজেলা প্রদক্ষিণ করে আবার পলিটেকনিকে এসে শেষ হয়।

এরপর ইনস্টিটিউটের অধ্যক্ষ মীর মঞ্জুর মোর্শেদ সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দদের নিয়ে শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও পালন করা হয়। পরবর্তীতে ধারাবাহিক কর্মসূচির প্রেক্ষিতে ইনস্টিটিউটের অডিটোরিয়াম রুমে বিভিন্ন টেকনোলজির জুনিয়র ইন্সট্রাক্টর এবং বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থী নিয়ে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানও করা হয়।

বিভাস দাস এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মীর মঞ্জুর মোর্শেদ বঙ্গবন্ধু সহ ১৫ ই আগস্ট সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর পর্যায়ক্রমে বিভিন্ন টেকনোলজির জুনিয়র ইন্সট্রাক্টর এবং বিভিন্ন টেকনোলজির ল্যাব সহকারীসহ সাধারণ শিক্ষার্থীরা তাদের বক্তব্যে স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন এবং শোক দিবসের শক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার অঙ্গীকার করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ইনচার্জ, ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির বিভাগীয় প্রধান সহ ইনস্টিটিউট এর জুনিয়র ইন্সট্রাক্টররা।

পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং পরিশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *