নিজস্ব প্রতিনিধি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতারক সালমান চৌধুরীর বিরুদ্ধে বিয়ে বানিজ্যের অভিযোগ পাওয়াগেছে । মোসাঃ ইভা খান জানান, হোল্ডিং (৬৫) রাস্তা,কল্যানপুর ডাকঘর,মোহাম্মদপুর হাউজিং ১২০৭ মিরপুর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হুমায়ুন কবির চৌধুরীর ছেলে সালমানের সাথে আমি গত ২৭ এপ্রিল ২০২২ইং তারিখে শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই।
বিবাহের দিন থেকেই আমার স্বামী প্রতারক সালমান চৌধুরী ব্যবসা করার নামে বিভিন্ন অযুহাত দেখিয়ে আমার কাছ থেকে (১৫)পনের লক্ষ টাকা হাতিয়ে নেয়।
আমার কাছ থেকে ১৫ লক্ষ টাকা সু'কৌশলে নিয়ে পালিয়ে যায় প্রতারক সালমান চৌধুরী।
দীর্ঘ দিন তার আাসার উপেক্ষা করে যখন সে আর আসেনা ঠিক তখনি আমি তার উপরোল্লিখিত তার বাবার ঠিকানায় খুজতে যাই।
সেই খানে গিয়া খবর নিয়া দেখি এলাকার লোকজন জানান,সে আমার আগেও কয়েকটি বিয়ে করেছেন এবং তাদেরকেও ব্ল্যাকমেইলিং ও প্রতারনা করে তাদের কাজ থেকে মোটা অংকের টাকা নিয়ে পালিয়ে যায়,আমার পরেও নাকি আরো বিয়ে করেছেন। তার বাবা হুমায়ুন কবির চৌধুরী ও একাধিক বিয়ে করেছেন এবং প্রতারনা করে তাদেরকে ফুসলিয়ে টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে আসেন।
এই ভাবে হুমায়ুন কবির চৌধুরী ও তার ছেলে সালমান চৌধুরী দুই বাপ বেটা মিলে শত শত মেয়ের জীবন ও অর্থ নষ্ট করেছেন।
এলাকাবাসী জানান,সালমান চৌধুরীকে এই সব অপকর্মের সহযোগিতা করেন তার বাবা হুমায়ুন কবির চৌধুরী।
মোসাঃ ইভা খান আরো জানান,আমি আমার শশুর হুমায়ুন কবির চৌধুরীর কাছে তার ছেলে সালমান চৌধুরীর বিষয়টি জানাইতে চাইলে তিনি আমাকে তার সম্পর্কে কিছু জানেন না বলে এড়িয়ে যান।
এই বিষয়ে আমি বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। তার বিরুদ্ধে বিভিন্ন লোকের ধর্ষন মামলাসহ একাধিক মামলা রয়েছে।
দেশের সকল সচেতন মহলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি এই লোকটি সমাজের আবর্জনা তাকে আপনারা দেখা মাত্র আইনশৃঙ্খলা বাহিনী অথবা প্রশাসনের কাছে সোপর্দ করুন।