ঢাকা সদরঘাটে আওয়ামীলীগ নেতাকর্মীদের আটক করে চাঁদাবাজি


স্টাফ রিপোর্টার।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ারপর থেকে সারাদেশে আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর চলছে নির্যাতন। এরই ধারাবাহিকতায় ঢাকা সদরঘাটে ভোলাসহ দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে আসা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আটক করে চাঁদাবাজি করছে স্বপন নামে এক চাঁদাবাজ বাহিনী। মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা যুবলীগের সভাপতি আবুল হাসান রিমনের স্ত্রী সাথীকে সদরঘাটে আটক করে এই বাহিনী। পরে তাদের মধ্যেই একজন মধ্যস্থতা করে তাকে ছেড়ে দেয়। ৪/৫জন মিলে প্রথমে আওয়ামীলীগ ঘরানার লোকজনের পাশে গিয়ে বলে আপনারা আওয়ামীলীগ করেছেন, এখন আমাদেরকে কিছু টাকা দেন। না হলে স্বপন ভাইয়ের কাছে চলেন। সেখানে যেতে না চাইলে তাদেরকে লাঞ্চিত করা হয়। একই সময়ে লালমোহন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শিখা আফরোজ এর ভ্যানিটিব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। সকাল সাড়ে ৯টারদিকে দুইজন ছাত্রলীগ নেতাসহ কয়েকজনকে আটকের চেষ্টা করে তারা। সন্ধ্যা ৬টায় ভোলা থেকে আসা দোয়েল পাখি লঞ্চ থেকে নামলে কয়েকজন যাত্রীকে আটক করার সংবাদ পাওয়া গেছে। এসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনুরোধ করেছেন ভূক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *