
মোঃসোহেল রানা,বিশেষ প্রতিনিধি।
ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,’ মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক গৃহহীনদের পাকাঘর প্রদান মূলত জাতির জনকের স্বপ্নেরই সফল বাস্তবায়ন। আজ সকালে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ও শম্ভুপুর ইউনিয়নের গৃহহীনদের মাঝে ১৫০ টি ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এরপর সাতকোটি একলক্ষ টাকা ব্যয়ে তজুমদ্দিন ও লালমোহনে দুটি আধুনিক ডাকবাংলো উদ্বোধন করেন।
এ সময় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, অফিসার ইন চার্জ এস এম জিয়াউল হক, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোফাজ্জল হোসেন, বি আর ডিবির চেয়ারম্যান আমিন মহাজন, যুবলীগ সম্পাদক আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান, সাধারণ সম্পাদক মিজান পোদ্দার, ছাত্রলীগ নেতা তুহিন তালুকদার সহ অন্যরা।