বাহাদুর চৌধুরী,বিশেষ প্রতিনিধি।
মায়ের কাছে অভিযোগ করায় পটুয়াখালীর দশমিনায় বড় ভাই মন্নান ফকিরকে (৬৫) কুপিয়ে হত্যা করেছেন ছোট ভাই ফারুক (৫৫)। এ ঘটনায় অভিযুক্ত ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মন্নান ফকির ও ফারুক গ্রামের মৃত আনজর আলীর ছেলে।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, নিহত মন্নানের ছোট ভাই ফারুক একই বাড়ির শাহজাহানকে গালিগালাজ করেন। বিষয়টি জানতে পেরে মন্নান তার মাকে জানান এবং ফারুক যেন আর কারো সঙ্গে খারাপ আচরণ না করে সে জন্য অন্য ভাইদেরকেও জানাবে বলে প্রকাশ করেন। ফারুক এ কথা শুনে ছুরি নিয়ে দৌঁড়ে মন্নানের ঘরে প্রবেশ এবং তাকে কুপিয়ে জখম করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খন্দকার শামসুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় নিহতের ছোট ভাই ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের ছেলে রাসেল বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মরদেহটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’