
মোঃ ফরিদউদ্দিন,বিশেষ প্রতিনিধি।
" নব আনন্দে,জাগো নব উদ্যোগে "
আজ ২ মার্চ ২০২২ইং,দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায়,প্রধান অতিথিঃ মোঃ আল-নোমান, নির্বাহী অফিসার চরফ্যাশন,ভোলা’র উপস্থিতিতে,সুশৃঙ্খল,সাবলীলতার চরম মূল্যায়নে,ভোলা জেলা’র চরফ্যাশন উপজেলাধীন দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ওরিয়েন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে,সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের প্রথম পর্ব শেষ হয়।
১১.৩০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অত্র কলেজের রসায়নের শিক্ষক মোঃ হাসান বকশী’র সঞ্চালনায়,অধ্যক্ষ আলহাজ্ব আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে, অনুষ্ঠানের ২য় পর্ব শুরু হয়।স্বগত বক্তব্যে অধ্যক্ষ আবুল হাসেম মহাজন উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা,সংস্কৃতি,জাতির উন্নতিতে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
তিনি কলেজের শিক্ষার মূল্যায়নে তথ্য উপস্থাপনে বলেন,গত সেশনে অত্র কলেজ থেকে ১০০% শিক্ষার্থী পাশ করেছে,যা এ অঞ্চলের শিক্ষার উন্নতির প্রসংসার দাবিদার।
প্রধান অতিথিঃ নির্বাহী অফিসার আল-নোমান,বিশ্বময় প্রাকৃতিক মহামারী করোনার প্রাক্কালে শিক্ষার অবনতির গ্রাস থেকে উন্নতির প্রেক্ষিতে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
এ সময় বিশেষ অতিথিঃমোঃ আব্দুর রব মিয়া (জেলা পরিষদের সদস্য,ভোলা),অধ্যক্ষ আব্দুল মাজেদ (গর্ভনিংবডির সভাপতি),মোঃ শাখাওয়াত (অফিসার ইনচার্জ দক্ষিণ আইচা থানা),আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার (চেয়ারম্যান ৯নং চরমানিকা)’ আবুল কাসেম মিয়া(সহ-সভাপতি বাংলাদেশ আ’লীগ ৯নং চরমানিকা),মোঃ রুহুল আমিন(সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৯নং চরমানিকা),মোঃ আশ্রাফ উদ্দিন সবুজ মুন্সী(সভাপতি দক্ষিণ আইচা প্রেসক্লাব),মোঃ শহীদুল্লাহ (চর আইচা মাধ্যমিক বিদ্যালয়)স্থানীয় স্কুল ও মাদ্রাসার প্রধান,অত্র কলেজের শিক্ষক/কর্মচারী,অভিভাবকসহ যাদের জন্য আয়োজন তাঁরা স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ ও সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।