মোঃ ফরিদ উদ্দিন, আজকের দেশবাণীঃ
রাজধানীতে বেড়েছে শীতের তীব্রতা,কুয়াশার দেখা মিলছে দিনের বেশিরভাগ সময়ে।শীতের এমন আমেজ কেউ কেউ উপভোগ করলেও কারো জন্য বয়ে এনেছে দুর্ভোগ।
দেশের চার জেলায় বয়েছে মৃদু শৈত্য প্রবাহ।যতদূর দৃষ্টিসীমা কুয়াশার চাদরে ঢাকা এ নগরী।হেড লাইট জ্বালিয়ে আর গতি কমিয়ে চলছে যানবাহন।
সকালে বেশিরভাগ সময়জুড়ে শীতের এমন দাপট থাকছে রাজধানীতে।বেলা বাড়লেও দেখা মিলছেনা সূর্যের।দেশজুড়ে শীতের তীব্রতা অনুভব করা গেলেও রাজধানীতে তেমন একটা বুঝা যায়না।
তবে গত কয়েকদিনে কমতে শুরু করেছে তাপমাত্রা।তাইতো শীতের এমন হিমেল অনুভূতি উপভোগ করছেন নগরবাসী।
তবে শীতের দাপটে খেটে খাওয়া মানুষদের অনেকেরেই বেড়েছে দুর্ভোগ।আগামী দুই থেকে তিন দিন এই অবস্থা বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে নওগাঁ,চুয়াডাঙ্গা,যশোর ও পঞ্চগড় বইছে মৃদু শৈত্য প্রবাহ,যা চলবে আর তিনদিন।