দৌলতখান উপজেলায় জমিজমা বিরোধের জেরধরে সন্ত্রাসী হামলা আহত- ৪

দৌলতখান উপজেলায় জমিজমা বিরোধের জেরধরে সন্ত্রাসী হামলা আহত- ৪

মোঃ জুয়েল মাস্টার, বিশেষ প্রতিনিধি।

ভোলার দৌলতখান উপজেলায় সৈয়দপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের আন্ত মোল্লাবাড়িতে ৯ই মার্চ বৃহস্পতিবার বিকাল ৪টার সময় জমিজমা বিরোধের জেরধরে মোহাম্মদ মাকছুদ গংরা দেশিয় অস্ত্রশস্ত্র সহকারে হঠাৎ অতর্কিত হামলা করেন মোহাম্মদ হুমায়ুন গংদের ওপর।

উক্ত হামলায় ৪ জন আহত হয়, আহতরা হলেন,মোঃ শরিফ মোল্লা (৩৫) তার (স্ত্রী মোসাম্মদ রেশমা বেগম(২৫)বোন মোসাম্মদ সুরমা বেগম(২৬) ভাই মোহাম্মদ হুমায়ুন কবির (৩৫) আহতরা দৌলতখান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসারত মোহাম্মদ হুমায়ূন কবির গংরা জানান, মোহাম্মদ মাকসুদ গংরা অনেকটা ডাকাত প্রকৃতির ও ভুমিদস্যু।
তারা অন‍্যের সম্পত্তির উপর প্রবল লোভ এবং অন‍্যের জায়গা -জমি জোর জবরদস্তি করে খায় ভোগদখল করে থাকেন।
এছাড়াও হুমায়ুন কবির আরো জানান,আমার ভাই ও বোন সুরমা বেগমকে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে দেহের বিভিন্ন অংশে পিটিয়ে গুরুতর যখম করেন উক্ত সন্ত্রাসীরা।
তিনি বলেন,আমার বোন মোসাম্মদ রেশমা বেগমের কান,গলা ও হাত থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায় উক্ত সন্ত্রাসীরা।
এই সংবাদ শুনে স্থানীয় মহিলা মেম্বার ঘটনাস্থলে উপস্থিত হন। মহিলা মেম্বার ওদের হাত থেকে আহতদের উদ্ধার করে,দৌলতখান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *