ভোলা প্রতিনিধি।
দৌলতখান উপজেলার লেজপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিন সেট ঘরটি বিল্লাল হোসেন নামক ব্যক্তি ভেঙ্গে নিয়ে যাওয়ার ঘটনাটি গুজব ছড়াচ্ছেন এলাকাবাসী।
বিল্লাল জানান, স্কুলের পাকা ভবন তৈরির সময় ঠিকাদার মালিকানা জমিতে একটি টিনসেট ঘর তুলে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুযোগ করে দেন।
ওই পাকা ভবনটির কাজ সম্পন্ন হওয়ার পর ছাত্র-ছাত্রীরা সেই ভবনে পাঠদান শুরু করেন।
পরিত্যক্ত হয়ে পরে টিনসেট ঘরটি, ঠিকাদার ওই টিনসেট ঘরটি উপজেলা চেয়ারম্যান মঞ্জু খানের কাছে বিক্রি করেন।
চেয়ারম্যান মঞ্জুখান আমাকে দায়িত্ব দেন ঘরটি ভেঙ্গে নিয়ে যথা স্থানে রাখার জন্য।
আমি তার কথায় ঘরটি ভেঙ্গে নিয়ে যথা স্থানে রাখার চেষ্টা করি। একই জায়গায় আরো একটি সরকারি ভবন রয়েছে, তবে ঠিকাদারের ঘরটি তিনি বিক্রি করেছেন চেয়ারম্যানের কাছে আর সেই ঘরটিই আমি চেয়ারম্যানের হুকুমে ভেঙ্গে নিয়েছি।
বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা শিক্ষা অফিসার ও স্থানীয় এমপি মহোদয় অবগত রয়েছেন।
এরই মধ্যে না বুঝে শুনে,এলাকার কিছু কুচক্রী মহল আমাকে দায়ী করে আমার বিরুদ্ধে মিথ্যা গুজব ছরাচ্ছেন আমি এর তীব্র নিন্দ জানাই।