মোঃ ফরিদ উদ্দিন,বিশেষ প্রতিনিধি।
ভোলা জেলা'র তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ও আড়ালিয়ায় আলাদাভাবে শুরু হয়েছে উপমহাদেশের প্রখ্যাত সাধক অনিল বাবাজির সাতদিন ব্যাপী তিরোধান উৎসব।
উৎসবকে ঘিরে ঐতিহ্যবাহী গ্রামীন মেলার পাশাপাশি পূর্ণ লাভের আশায় নববৃন্দাবনও স্থাপন করা হয়েছে। এবারের উৎসবে দেশের বিভিন্ন জেলাসহ পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও অনেকে এসেছেন।
হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিমরাও মেলায় কেনাকাটা করতে ভীড় করছেন।প্রতিবছরের ন্যায় এবারও " ধর্ম যার যার,উৎসব সবার " এই মূলমন্ত্রে এ উৎসবের আয়োজন করা হয়।
ঘোটা আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের তদারকির পাশাপাশি আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকরাও থাকবেন।
প্রাকৃতিক মহামারী পরিস্থিতির ক্ষনে,সবধরনের স্বাস্থ্যেবিধি মেনে,এবারের উৎসবের আয়োজন করা হয়েছে বলে আয়োজকেরা জানান।
ভোলা'র তজুমদ্দিনের আড়ালিয়া গ্রামে জন্ম নেয়া সাধক " অত্যুতানন্দ ব্রম্মাচারী অনিল " বাবাজি বাংলাদেশের পাশাপাশি ভারতেও মানব ধর্ম প্রচার করেন।
হিন্দু ধর্মাবলম্বী দর্শনার্থীদের আবেদন,এ মেলায় সকল ধর্মের লোকেরা আসবেন,দেখবেন কত সুন্দর পরিবেশে এবং শৃঙ্খলার সাথে দর্শনীয় মেলা।