স্টাফ রিপোর্টারঃ
মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চরম আতঙ্কে রয়েছেন ঘোড়া মার্কার সমর্থকরা। এলাকায় ব্যাপক সারা জাগানো চেয়ারম্যান প্রার্থী বাবুল বয়াতি জনপ্রিয়তায় এগিয়ে থাকায় অন্যান্য প্রতীকের প্রার্থীরা বিভিন্নভাবে তাদের হুমকি দিচ্ছেন। নির্বাচন শেষ হলে তাদের বাজার পুড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন। এভাবেই জনমনে ভীতি সৃষ্টি করছেন নৌকার প্রতীকের চেয়ারম্যান সমর্থকরা।
গত সোমবার সাংবাদিকের কাছে এমন অভিযোগ করেন ঘোড়া মার্কার সমর্থকরা।
এ সময় উপস্থিত ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী বাবুল বয়াতির সমর্থকরা জানায়- বর্তমান চেয়ারম্যান অত্র এলাকার কোন উন্নয়ন করেনি। চেয়ারম্যান না থাকা সত্বেও বাবুল বয়াতি আমাদের নানান ভাবে সহযোগিতা করেছেন। নিজস্ব অর্থায়নের রাস্তাঘাটের কাজ করেছেন। তাই আমরা আলিমাবাদ ইউনিয়ন বাসী বাবুল বয়াতি কে নির্বাচনে দাঁড় করিয়েছি, এবং অত্র এলাকায় সবাই তাকে সমর্থন করছেন। কিন্তু কিছু কুচক্রী মহল এবং নৌকার প্রার্থী আমাদের নির্বাচনী প্রচারণায় নানা ভাবে বাধা দিচ্ছে। নৌকা মার্কার প্রচারণায় বহিরাগত লোক এসে আমাদের হুমকি দিচ্ছে। কিছুদিন আগে পাতারহাট থেকে জাহাঙ্গীর কমিশনার এসেও আমাদের হুমকি দিয়েছে। তা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এসব বিষয়ে যেন তারা খতিয়ে দেখে এবং আমাদের একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়।
তবে এসব অভিযোগ কে মিথ্যা বলে নৌকা মার্কার প্রার্থী বাপ্পি জানায়- ঘোড়া মার্কার সমর্থকরা আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে এবং পোস্টার ছিড়ে ফেলছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান-বিষয়টি আমরা খতিয়ে দেখবো