নেত্রকোণায় গোয়েন্দা পুলিশের হাতে ভূয়া ডিবি আটক

নেত্রকোণায় গোয়েন্দা পুলিশের হাতে ভূয়া ডিবি আটক

শামীম তালুকদার, নেত্রকোণা

নেত্রকোণা ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে মোঃতাপস বেগ (৪০) নামে এক ভূয়া পুলিশকে গ্রেফতার করেছে নেত্রকোণা গোয়েন্দা পুলিশ।

গত সন্ধ্যা ১৮:১৫ ঘটিকায় নেত্রকোণা পৌরসভাধীন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।তাপস বেগ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার তারাকান্দি রাজিবপুর গ্রামের নূর নবী বেগের ছেলে।আটক তাপস বেগ দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।অভিযোগকারী প্রিতুল দেবনাথের দেয়া তথ্য মতে জানা যায় যে, নেত্রকোণা পৌরসভাধীন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কথিত ডিবি পুলিশের এসআই অভিযোগকারীর হারানো মোবাইল ফোন উদ্ধার দেয়ার কথা বলে ২,০০০ টাকা নিয়া আসিতে বলিলে তার সন্দেহ হয়।পরবর্তীতে খবর পেয়ে নেত্রকোণা জেলার গোয়েন্দা শাখার এসআই (নিঃ) সঞ্জয় সরকার সঙ্গীয় ফোর্সসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে আটক করেন। তার নিকট হইতে পুলিশের মনোগ্রাম যুক্ত একটি চাবির ছরা, তাহার পরনে থাকা বাংলাদেশ পুলিশের নেভী ব্লু রংয়ের একটি ফুল প্যান্ট এবং অভিযোগকারীর দোকান হইতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাকিতে আনা একটি নতুন SYMPHONY বাটন মোবাইল ফোন, যাহার মূল্য ২,০০০/-(দুই হাজার) টাকা উদ্ধার করেন ।
তথ্যের সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র মোঃ লুৎফর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)জানান যে, উক্ত আসামী ডিবি পরিচয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে কেন্দুয়া থানায় ০১ (এক) টি সাজা পরোয়ানাসহ ০৪ (চার) টি পরোয়ানা মূলতবী রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *