ভোলা প্রতিনিধি।
দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাঞ্চন পাটোয়ারীর ছেলে প্রবাসী ইকবাল হোসেনের স্ত্রী এক কন্যা সন্তানের জননী পরকীয়া প্রেমিকের হাত ধরে স্বর্নলংকার ও নগদ টাকাসহ পালিয়ে গেছে। এ ঘটনায় ইকবালের পিতা কাঞ্চন পাটোয়ারী ভোলা সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং ৮০৯, তারিখ ১৫/৭/২৩।
সাধারণ ডায়েরি এবং প্রবাসী ইকবাল হোসেন এর মা পেয়ারা বেগম সুত্রে জানা গেছে, ২০১৯ সালে তার ছেলে ইকবাল হোসেন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জাকির হোসেনের মেয়ে ছকিনা বেগম সাথীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় । ওই সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। এদিকে জীবিকার তাগিদে ইকবাল হোসেন সৌদি আরব চলে গেলে তার স্ত্রী পিতার বাড়ির পাশে আলমগীরের ছেলে সুমন ওরফে তুহিনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ ঘটনা জানাজানি হলে দুই পরিবার মধ্যে টানাপোড়েন শুরু হয়। বিচার শালিস হলেও খ্যান্ত হয়নি সাথী বেগম। বরং গোপনে পরকীয়া চালিয়ে যায়। সর্বশেষ গত ১৫/৭/২০২৩ ইং তারিখে পিতার বাড়িতে বেড়াতে যাওয়ার নাম করে শশুর বাড়ি থেকে কৌশলে বেশ কয়েক ভরি স্বর্নলংকার এবং নিজ নামের একাউন্ট থেকে প্রায় ৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় সাথী বেগম । সাথী বেগমের পিতা জাকির হোসেনের সাথে যোগাযোগ করলে তার মেয়ে তাদের বাড়িতে নেই বলে জানান।