
নিজস্ব প্রতিবেদন।
ইচ্ছা থাকলে একদিন সাফল্য আসবেই এই কথার সাথে মিল রেখে পরিশ্রম করে কোটি টাকার সম্পদের মালিক হয়ে তিন ছেলে তিন মেয়ে ও অর্থাৎ ছয় সন্তান ও স্বামীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন দৌলতখান উপজেলার মধ্য জয়নগর ৪নং ওয়ার্ডের পরিশ্রমী আকবরের স্ত্রী তাছনুর বেগম। তিনি জানান,২০ বছর আগে আমার স্বামী আকবর বিদেশ যাওয়ার ইচ্ছা পোষন করেন। এলাকা থেকে ধার দেনা করে তার বিদেশ যাওয়ার জন্য টাকা যোগার করি। কোন এক কারনে আমার স্বামীর আর বিদেশ যাওয়া হলনা। এলাকায় প্রচুর পরিমান ঋণী হয়ে যাই। একপর্যায় ঋণের টাকার চাপে আমার স্বামী আকবর সন্তান ও সংসারের মায়া ত্যাগ করে ঢাকায় চলে যায়। তিনি ঢাকায় গিয়ে পরিশ্রম শুরু করেন। আমিও দেশে বসে থাকিনী,একপর্যায় একটি এনজিও থেকে ঋণ করে একটি গরু ক্রয় করি, ঋণের টাকা পরিশোধ করে আবারও আরো একটি এনজিও থেকে ঋণ করে আবারও গরু ক্রয় করি। আমার কাজ কর্ম ভাল দেখে বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে আমাকে ব্যবসা করার জন্য মোটা অংকের টাকা দিতে প্রস্তাব করে। আমি তাদের কথা মত ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে প্রায় এক কোটি টাকা ঋন করেছি এবং ওই ঋনের টাকা প্রায় পরিশোধ ও করেছি। আলহামদুলিল্লাহ,আমি একটু একটু করে নিজের থাকার জন্য একটি ঘর করেছি। অনেক জমিও ক্রয় করেছি, একটি গরুর খামার করেছি,বর্তমানে দূধের গরুসহ প্রায় ত্রিশটিরও বেশি গরু আমার খামারে রয়েছে। আমার এ উন্নতি দেখে এলাকার কিছু দূস্কৃতি লোক আমার স্বামী ও আমার পরিবারের বিভিন্ন ভাবে ক্ষতি করার জন্য উঠে পরে লেগেছে। নাম না বলা অনিচ্ছুক এলাকার কিছু দুস্কৃতি লোক রয়েছে তারা অযথাই আমাদের সাথে বিরোধ করতে চায়। এমতাবস্থায় আমরা ওই সব দুস্কৃতি লোকদের ভয়ে আতংকে দিন অতিবাহীত করছি। তাই আমরা যেন ছেলে মেয়েদের নিয়ে একটু সুখে শান্তিতে বসবাস করতে পারি,সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় এমপি ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।