দীনেশ চন্দ্র রায় পাইকগাছা( খুলনা )প্রতিনিধি।
পাইকগাছায় রাড়ুলীতে দুর্বৃত্তরা চেতনানাশক ছিটিয়ে সংজ্ঞাহীন করে সব কিছু লুটে নেয়ার ঘটনায় এর সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত্যু ইউসুফ ঢালীর ছেলে ফেরদৌস ঢালী(৫৪)। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে মৌখালী বাজার থেক তাকে গ্রেফতার করা হয়। তাকে রোবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গত বুধবার রাতে উপজেলার রাড়ুলী গ্রামে একই পরিবারের চারজনকে সংজ্ঞাহীন এবং একজনকে ছুরিকাঘাত
করে সব কিছু লুটে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ফেরদৌস ঢালীর সম্পৃক্ততা পায়। শনিবার রাতে পুলেশের উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাকে রাত সাড়ে ১১ টার দিকে তাকে গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরি দর্শক ইমরান হোসেন। রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, রাড়ুলী চুরির ঘটনার সাথে সম্পৃক্ততা পেয়েছি। এ আরো চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এই মুহুর্তে প্রকাশ করা যাচ্ছে না।