পুঠিয়া থেকে অপহরণ মামলার আসামি গ্রেফতার

পুঠিয়া থেকে অপহরণ মামলার আসামি গ্রেফতার

আবুল হাশেম,রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী পুঠিয়া উপজেলার নামাজগ্রাম এলাকা থেকে অপহরণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।তার নাম মোঃ আশিক (২১)। এ সময় অপহৃত ১৪ বছরের নাবালিকা ভিকটিম‘কে উদ্ধার করে।

রাজশাহী বাগমারা থানার অপহরণ মামলার মূলহোতা তিনি। সে তাহেরপুর পৌরসভার ভাবনপুর এলাকার মোঃ মুকিম হোসেনের ছেলে।
গত ২৪ আগস্ট রাতে র‌্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানিয়েছেন।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ আগস্ট রাত্রি ৭ টা ৩০ মিনিটের সময় পুঠিয়া থানাধীন নামাজগ্রাম এলাকায় মোঃ সুমন হোসেন @ রাশেদুল (৩২) এর বাড়ীতে লোক চক্ষুর আড়ালে মুল হোতা অবস্থান করছে বিষয়টি জানা মাত্রই র‌্যাবের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এজাহার নামীয় মূল আসামি আশিককে আটক করে এবং ভিকটিমকে সঙ্গীয় নারী র‌্যাব সদস্যের সহায়তায় উদ্ধার করে।

উক্ত আসামী ও ভিকটিমকে রাজশাহী জেলার বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *