প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৪ জুলাই ২০২৪ ইং রবিবার ঢাকা থেকে প্রকাশিত মফঃস্বল বার্তা নামক পত্রিকায়,পাকিস্তানিদের সহায়তাকারী নুর মোহাম্মদের নামে মুক্তিযুদ্ধা ভাতা খাচ্ছে তার ছেলে নাছির”শিরোনামের প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি গোচর হয়েছে।

মুলত আমার বাবা ২০/৬/১৯৫৮ সালে বাংলাদেশ আর্মি সদস্য হিসাবে যোগদান করেন,তার পদবী ছিল নায়েক (ওআর ডাঃ) আর্মি নং ৬২৬২৬১। জম্ম তারিখ ২৩/৫/১৯৩৮ ইং তার পিতার নাম- মৃত লুৎফর রহমান,মায়ের নাম-মেহের নিগার তিনি ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষে পাকিস্তানী সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের হাতে শহিদ হন কুমিল্লা সেনানিবাসে ৩০/৩/১৯৭১ সালে।

তার সেক্টর নং ০২ সেক্টর কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ, তার মুক্তিযোদ্ধার তথ্য সুত্রে গেজেট নং ১৩৯৭। আমি তার উত্তরাধিকার সুত্রে বাংলাদেশ সরকারের কর্তৃপক্ষের কাছে আমার বাবার সকল প্রমানাধি কাগজ পত্র সংগ্রহ করে জমা দেই।

তারা আমার বাবার ওই সব কাগজ পত্র যাচাই বাচাই ও পর্যালোচনা করে সরকারের কর্তৃপক্ষ আমার বাবা নুর মোহাম্মদের নামে তালিকা ভুক্ত করেন এবং আমাকে আমার বাবার উত্তরাধিকার হিসাবে সম্মানী ভাতা দেয়।

তা আমি গ্রহন করতে থাকি। বর্তমানে আমার এলাকার কিছু কুচক্রী মহল আমার ভাল থাকাটা কোন ভাবেই মেনে নিতে পারছে না।

সমাজে আমার সম্মান হানী করার জন্য উঠে পরে লেগেছে, সাংবাদিক ভাইদেরকে আমার ও আমার বাবার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করান,উক্ত শিরোনামের প্রকাশিত সংবাদটি সম্পুর্ন মিথ্যা বানোয়াট। আমি প্রকাশিত এই সংবাদের প্রতি তীব্র নিন্দ্রা জানাই।

বিনীত
মোঃ নাছির
পিতা-শহীদ নুর মোহাম্মদ
মধ্য জয়নগর ৪নং ওয়ার্ড।
উপজেলা- দৌলতখান,জেলা-ভোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *