প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া ও দেশবানী২৪ tv নামক একটি অনলাইন টিভিতে চাদাবাজীর অভিযোগের প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি গোচর হয়েছে।

মুলত আমি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একজন সাধারন গ্রাম পুলিশ। দীর্ঘদিন ধরে স্থানীয় চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনের অধীনেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালন করে আসছি।

চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন যখন যে নির্দেশ দিতেন তখন তাই পালন করছি। অন্যায় ভাবে কিছু করবো কখন ভাবিনি,তবে চেয়ারম্যানের হুকুম পালন করতে গিয়ে কিছুটা আমার ইচ্ছার বিরুদ্ধে হতে পারে। আমি একজন সাধারন চকিদার এবং গরীব মানুষ,গরীবদের প্রতি আমার দরদ রয়েছে অগাধ।

যত টুকু আমি পেরেছি তাদের পাশে থেকেই সহযোগিতা করেছি এবং করতে চেয়েছি। আমি অর্ধদিন পর্যন্ত একটি ঘরও করতে পারিনি,মা-বাবা পরিবার পরিজন নিয়ে কোন রকম একটি ভাঙ্গা টিনের ছাউনিতে বসবাস করি।

আমি চেয়েছি আমার যত টুকুই আছে তার উপর নির্ভর করে এলাকার সকলের সাথে মিলে মিশে বাকি জীবনটা কাটিয়ে দিব। এ কথা সত্যি যে এলাকায় গ্রাম পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে এবং চেয়াম্যানের নির্দেশ পালন করতে গিয়ে সকলের মন জয় করতে পারিনি,এই বিষয়টা আমার এলাকার লোকজন বুঝা উচিৎ ছিল কিন্ত তা না করে,

আমার এলাকার কিছু অসাধু লোক শেখ হাসিনার পদ ত্যাগের পর থেকেই আমাকে না বুঝে সমাজে আমার সম্মান হানি করার এবং আমার অর্থ নষ্ট করার জন্য উঠে পরে লেগেছে, ঠিক তখনি সাংবাদিক ভাইদেরকে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করান,সাংবাদিক ভাইদেরকে আমার বিরুদ্ধে দেওয়া তথ্যটি সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও অপপ্রচার মাত্র।

আমি উক্ত প্রকাশিত সংবাদের প্রতি তীব্র নিন্দা জানাই।

বর্তমানে আমি তাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি আমার মা-বাবা সন্তান পরিবার পরিজনের কাছে ফিরে যেতে চাই,সে জন্য এলাকার সচেতন মহল ও প্রশাসনের সহযোগিতা কামনা করি।

বিনীত
মোঃ স্বপন
গ্রাম পুলিশ
দক্ষিণ দিঘলদী ৮নং ওয়ার্ড,ভোলা সদর ভোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *