
মোঃ ফরিদ উদ্দিন, আজকের দেশবাণী।
আজ ২৮/১০/২০২২ ইং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন বঙ্গোপসাগরে জেগে ওঠা উপকূলীয় প্রাচীন চর কুকরি-মুকরি ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণবিতরন কার্যক্রম পরিচালিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব,ড. মোঃ এনামুর রহমান এমপি.।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি,উপকূলীয় অঞ্চলের মানবতাবাদী নেতা চরফ্যাশন ও মনপুরার মা,মাটি ও মানুষের গর্ব জনাব,আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি. মহোদয়।
আরও উপস্থিত ছিলেন,মোঃ কামরুল হাসান এনডিসি সচিব দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয়,চর কুকরি-মুকরি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেম মহাজনসহ স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যাক্তিরা,সাংবাদিক মোঃ ইউসুফ হাওলাদার ও অন্যান্যরা।এর আগে প্রতিমন্ত্রী মনপুরা উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণবিতরন করেন।
ক্ষতিগ্রস্ত জনগণ প্রাকৃতিক দূর্যোগের প্রভাবে ক্ষয়ক্ষতিতে তাৎক্ষনিক সহায়তায় দুঃখ লাগবে সরকারের প্রতি গভীর দোয়া কামনা করেন।