প্রশাসনকে বৃদ্ধ আঙুল দেখিয়ে নদী থেকে বালু উত্তোলন ও ব্যবসা ঝুঁকিতে রয়েছে বসতি বাড়ি

প্রশাসনকে বৃদ্ধ আঙুল দেখিয়ে নদী থেকে বালু উত্তোলন ও ব্যবসা ঝুঁকিতে রয়েছে বসতি বাড়ি

সুইটি আক্তার মাদারীপুর।

মাদারীপুর সময় উপজেলার খোয়াঁজপুর ইউনিয়নে বিদ্যাবালি এলাকায়, দীর্ঘদিন ধরে নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর পাড়ে রেখে পাড় ভেঙে চালাচ্ছে রমরমা ব্যবসা। এতে ঝুঁকিতে রয়েছে, ১-হাজার বসতি বাড়ি । এছাড়া নদীর পাড় ভেঙে যাওয়া দেখা সামনে বন্যা কবলিত সময় আসতেছে, একথা ভে

বে ঝুঁকিতে থাকা বসতি বাড়ির ভুক্তভোগী পরিবার গুলো হতাশ হয়ে পড়েছে। ড্রেজার মালিক পক্ষ প্রভাব শালী হওয়ায়, এলাকার ভুক্তভুগী পরিবার কিছু বলতে না পারায়।

সাংবাদিকদের মোবাইল ফোনে কল দিয়ে জানালে, ১৪’ এপ্রিল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩’ঘটিকায় খোয়াঁজপুর ইউনিয়নে বিদ্যাবালি নামক এলাকার ঘটনা স্থানে; সাংবাদিক, গিয়ে ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর পাড়ে রেখে পাড় ভেঙে দীর্ঘদিন ধরে বালু ব্যবসা করে আসতেছে , সত্যতা প্রমাণিত হওয়ায়।
ড্রেজার মালিক পক্ষ মোঃ আশিক হোসেন এর সাথে সাক্ষাৎ করে বললে তিনি বলেন।
আমি ব্যবসা করি, সরকারি কর্মকর্তা সহ বড় বড় কিছু মিডিয়া কর্মীদের সপ্তাহিক ও মাসি টাকা দিয়ে। আপনি যা পারেন করেন,

এছাড়াও ঐ এলাকার ভুক্তভুগী ও আশেপাশের সচেতন একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, আমরা দেখেছি,
বিগত দিন ও বন্যা কবলিত সময় এই নদীর পাড় ভাঙ্গন রোধে, নদীর পাড় বাঁধ নির্মাণ করতে সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। আমরা ড্রেজার বন্ধ করতে বা কিছু বলতে পারি না। ঐ ড্রেজারের মালিক পক্ষ অনেক প্রভাব শালী লোক, তাই আমরা দ্রুত এই ড্রেজার বন্ধ করে আমাদের বসতি বাড়ি ঘর নদী ভাঙ্গনের হাতে থেকে রক্ষা করতে মাদারীপুর জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এবিষয়ে -মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হোসেন জানান, সব সময় নদী ভাঙ্গন রোধে অবৈধ বালু উত্তোলন ও ড্রেজার বন্ধে অভিযান চালিয়ে আসতেছি।
আমি দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *