ফকিরহাটের বেতাগাতে স্বর্গীয় মনােরঞ্জন দাস স্যার স্মৃতি” চার দলীয় ফুটবল টুর্ণামটের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান


বাগেরহাট পতিনিধি: আব্দুর রহমান শেখ।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা স্পোর্টিং ক্লাবের আয়ােজনে স্বর্গীয় মনােরঞ্জন দাস স্যার স্মৃতি চার দলীয় ফুটবল টুর্ণামটের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ৩ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রবিবার বিকাল ৪টায় বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত যুবসমাজ গঠনের লক্ষে আয়ােজিত এ টুর্নামেন্টে বেতাগা স্পোর্টিং ক্লাব বনাম কাজদিয়া শহীদ মনসুর স্মৃতি সংসদের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রথম ও দ্বিতীয়ার্ধের খেলায় কােন দল গােল করতে না পারায় খেলা ট্রাইব্রকারের মাধ্যমে নিষ্পত্তি হয়। টাইব্রেকারে বেতাগা স্পোটিং ক্লাব ৩-১ গােল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানার্স আপ দলের হাতে পুরস্কারের ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি স্মার্ট ফকিরহাট গড়ার কারিগর জননেতা স্বপন দাশ।

এ সময় শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজের অধ্যক্ষ বটু গােপাল দাস, বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মেসার্স বেতাগা ট্রেডার্স লিঃ এর পরিচালক আনন্দ কুমার দাশ,বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান কুমার দাশ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরস্কার তুলে দেয়া হয় আমন্ত্রিত অতিথি, ম্যাচ অব দ্য ম্যাচ সহ উভয় দলের খেলোয়াড়দের হাতে।

খেলা পরিচালনায় ছিলেন যথাক্রমে সৌমিক পাল, পলাশ কুমার সেন ও জীবন দাস। খেলাটি হাজার হাজার দর্শক আনন্দচিত্তে উপভােগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *