মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি।
বগুড়ার ধুনটে বিদ্যুৎপৃষ্ট হয়ে মিশু (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার ১২ আগষ্ট সকালে উপজেলার সদর ইউনিয়নের চান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিশু চান্দারপাড়া গ্রামের গোলবার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিশু পেশায় একজন অটোভ্যান চালক। ঘটনার দিন সকাল সাড়ে ১০ টার দিকে অটোভ্যান নিয়ে কাজে বের হওয়ার আগে নিজের পালিত ছাগলের জন্য কাঁঠাল পাতা আনতে বাড়ির পাশের একটি গাছে উঠে। ওই গাছের পাশ দিয়ে একটি বৈদ্যুতিক লাইন অন্যত্র চলে গেছে। মিশু কাঠাল গাছ থেকে পাতা পাড়ার জন্য একটি ডাল ভাঙ্গতে গেলে সেই পাতা ওয়ালা ডাল টি অসাবধানতাবসত বৈদ্যুতিক তারে লেগে তাৎক্ষণিক সে বিদ্যুৎপৃষ্ঠ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কিছুক্ষণ পরেই চিকিৎসারত অবস্থায় মিশু মারা যায়।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্বজনদের কারো কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।