মোঃ ফরিদ উদ্দিন ,বিশেষ প্রতিনিধি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি,ভোলা-৪ আসনের সংসদ সদস্য,আলহাজ্ব আবদুল্লাহ আল-ইসলাম জ্যাকব এমপি বলেছেন,বঙ্গবন্ধুর আদর্শে স্বপ্নের সোনার বাংলা গড়তে ছাত্রলীগের নেতাকর্মীরা সচেষ্ট থাকতে হবে।মাটি ও মানুষকে নিয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন কাজ করে গেছেন।তাঁরই হাতে গড়া ছাত্র সংগঠন স্বাধীনতার আগেও পরে গণতান্ত্রিক পন্থায় এগিয়েছেন।
অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ গড়তে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে আমরা দৃঢ় প্রত্যয়ী।উন্নয়নশীল বাংলাদেশ বিনির্মাণে ঐতিহ্যের ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগকে সাহসিকতাপূর্ন ভূমিকা রাখতে হবে। মঙ্গলবার ভোলার চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন,বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ অনেক দুর পিছিয়ে গিয়েছিল,কিন্তু তার স্বপ্ন থেমে থাকেনি।তাঁরই সু্-যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
স্বপ্নের সোনার বাংলা আর স্বপ্ন নয়,তা বাস্তবে রুপান্তর করছেন শেখ হাসিনা। তাঁর হাতকে শক্তিশালী করতে রাজপথে সোচ্চার থাকতে হবে বাংলাদেশ ছাত্রলীগকে।
চরফ্যাশনের সমাবেশে আরও বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন,পৌর মেয়র এম.মোর্শেদ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নূরুল ইসলাম ভিপি,পৌর আওয়ামীলীগের সম্পাদক মনির আহম্মেদ শুভ্র,ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি আল রাইহান আহমেদ, সম্পাদক হাসিব মাহমুদ হিমেল, চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সোহাগ,সম্পাদক এনামুল আহসান আশিফ,দক্ষিণ আইচা থানা ছাত্র লীগের সভাপতি,সম্পাদক সহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী,সংবাদকর্মী,গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন।