
মোঃ ইব্রাহিম, চরফ্যাশন প্রতিনিধি।
বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় আজো সন্ধান মিলেনি ১৭ জেলের, তবে এখনও নিখোঁজ রয়েছেন ১৭ জন জেলে মোঃ বাচ্ছু মাঝি, মো.আলামিন মাঝি, ফারুক হাওলাদার, মো.জাবেদ, মো.খালেক, ইউছুফ মৌলভী, জসিম জমাদার, মো.রফিক, মো.মাসুদ, বাচ্চু, নুরুল ইসলাম, নুরে আলম, আবুল বাসার, মো.সুমন, দিন ইসলাম, নাগর মাঝি, মো. আলী, মো.মিজান।
এসব নিখোঁজ জেলেদের সন্ধান না পেয়ে তাদের পরিবারে বইছে শোকের মাতম ও খুবই চিন্তিত দিশাহারা,উল্লেখ্যে যে গত ৫ ডিসেম্বর ভোলার চরফ্যাসন উপজেলার ঢালচর থেকে ৩১ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে চট্রগ্রামের এস আর এল এন -৫ নামের একটি ট্রলিং জাহাজের ধাক্কায় উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের কালাম খন্দকারের মালিকানাধীন “মা-সামসুন্নাহার” নামে মাছ ধরার ট্রলারটি ২১ জেলে নিয়ে সাগরে ডুবে যায়, তবে চার জনের সন্ধান মিললেও এখনো ১৭ জেলে নিখোঁজ রয়েছে।