
মোঃআনোয়ার, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় অটোরিকশা-ট্রলির সংঘর্ষের ঘটনায় মোঃ মোস্তাক আহমদ (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টায় উপজেলার চাম্বল- শেখেরখীল রাস্তা এলাকার দক্ষিন পার্শ্বে পিএবি প্রধানসড়কে অটোরিক্সা-ট্রলি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তার মৃত্যু হয়েছে।
নিহত মোহাম্মদ মোস্তাক আহমদ বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া ৬ নং ওয়ার্ডের নুর মোহাম্মদের পুত্র বলে জানা যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেখেরখীল রাস্তার মাথা এলাকার দক্ষিন পার্শ্বে অটোরিক্সা ও ট্রলি গাড়ির সংঘর্ষের দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী ন্যাশনাল হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসাক তাকে মৃত ঘোষনা করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মোস্তাক আহমদের পরিবার আমাদের বরাবর একটি লিখিত আবেদন করেছে। তাদেরকে ময়নাতদন্ত ছাড়া লাশ ফেরত দেওয়া হবে