
মোঃ ফরিদ উদ্দিন, আজকের দেশবাণী।
আজ বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী জনক কন্যা শেখ হাসিনা হায়দ্রাবাদ হাউজে পৌঁছালে ভারত-বাংলাদেশের দুই নেতা একান্ত বৈঠক করেন।
পরে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে স্বাক্ষরিত সাতটি সমঝোতা স্বারকের কুটনৈতিক দলিল দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিনিময় করেন দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার,রেলের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ গবেষনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে ভারতের সঙ্গে সাতটি সমঝোতা স্বাক্ষর করেছে বাংলাদেশ।
ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের কর্মকর্তারা এসব সমঝোতা স্বারক স্বাক্ষর করেন।
হায়দ্রাবাদ হাউজে দুই নেতার একান্ত বৈঠক শেষে,তাদের নের্তৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক হয়।