বাংলাবাজার ফাজিল মাদ্রাসার বেআইনিভাবে কমিটি গঠনের অভিযোগ।

বাংলাবাজার ফাজিল মাদ্রাসার বেআইনিভাবে কমিটি গঠনের অভিযোগ।

স্টাফ রিপোর্টারঃ

ভোলার উপশহর বাংলাবাজার জয়নগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার কমিটি মনগড়া ও বেআইনি ভাবে গঠন করার অভিযোগ উঠেছে।

আলহাজ্ব কামরুল হাসান মিলন জানান, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মনিরুল ইসলাম ও শিক্ষক প্রতিনিধি মোঃ শহিদুল্লার নেতৃত্বে রেজিষ্টার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ওয়েষ্ট ধানমন্ডি বছিলা মোহাম্মদ পুর ঢাকা ১২৩১।
উপ-রেজিষ্টার (প্রশাসন) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ওয়েষ্ট ধানমন্ডি বছিলা মোহাম্মদপুর ঢাকা ১২৩১।

মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর গাইড হাউজ নিউ বেলী রোড ঢাকা ১০০০।

চেয়ারম্যান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বক্সি বাজার ঢাকা ১২১১। উল্লেখিত লোকদের যোগসাজশের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে অত্র মাদ্রাসার পকেট কমিটি গঠন করেন প্রিন্সিপাল মনির ও মোঃ শহিদুল্লাহ।
মিলন জানান,১৪/৫/২০১৮ ইং তারিখ হইতে আমি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক বিদ্যুৎসাহী প্রতিনিধি মনোনিত হয়ে মাদ্রাসার সভাপতি সহ দায়িত্ব পালন করিয়া মাদ্রাসা পরিচালনা করে আসছি।
দায়িত্ব পালন করতে গিয়ে মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব প্রিন্সিপাল মনিরের কাছে চাই।
তিনি আমাদেরকে আয় ব্যয়ের হিসাব দিতে অপারগতা স্বীকার করেন। একপর্যায়ে তাকে হিসাব দিতে চাপ প্রয়োগ করলে প্রিন্সিপাল মাঃ মনির উপরোল্লিখিত ব্যক্তিদের যোগসাজসে তার মনগড়া কমিটি গঠন করেন।
চলিত কমিটির সভাপতি,সহ-সভাতি,অভিভাবক প্রতিনিধি,শিক্ষক প্রতিনিধি,শিক্ষা অনুরাগী, প্রতিষ্ঠাতা সদস্য,দাতা সদস্য,কাহারো সাথে কোন প্রকার আলাপ আলোচনা না করে প্রিন্সিপাল মাঃ মনির ও মোঃ শহিদুল্লাহ রাতের আধারে গোপনে তাদের স্বার্থ হাসিলের লক্ষে মনগড়া বেআইনী পকেট কমিটি গঠন করেন,যাহা বাংলাদেশ সরকার কর্তৃক আইনের ভহির্ভুত।
মিলন আরো জানান,একটি কমিটি গঠন করতে যা যা করনীয় রয়েছে তার কোন টাই তারা করেনী। তারা সরকারের আইনের কোন তোয়াক্কা করেনী। সুতারাং উক্ত গঠন করা নবাগত কমিটি অবৈধ।
বাংলাদেশ সরকারের আইনের প্রতিশ্রদ্ধশীল হয়ে কমিটি পুনরায় গঠন করার দাবীতে আমি ৯/৬/২০২২ইং তারিখে ভোলা জজকোর্টে ৬ জনকে বিবাদী করে মামলা করেছি।
আমি আশা করি, আদালত ও প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে পুনরায় কমিটি গঠন করার সিদ্ধান্ত দিবেন এবং প্রকৃত অপরাধীর প্রতি বিচারের হস্তক্ষেপ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *