বীরগঞ্জে মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি।

দিনাজপুরের বীরগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আতিকুর রহমান রিভা(৩৩) নামের ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আতিকুর রহমান রিভা উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মো: মনসুর আলী ছেলে। সে ওই ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
বীরগঞ্জ থানা সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার সঙ্গীয় পুলিশ ফোর্স শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কবিরাজহাট এলাকায় অভিযান চালায়। এসময় আতিকুর রহমানের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

এব্যাপারে, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে জানান,
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদকের সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *